একটা ব্যাফুক গবেষণামূলক পোস্টঃ ম্যাঙোরা ইন্টারনেটে কি করে


1 Facebook.com
এইটা থিইক্কা চৌখ্যে আঙুল দিয়া কওন যায় যে, বাঙালির খাইয়া দাইয়া কাইম কাইজ নাই। হ্যারা সারাদিন খালি ফেইসবুক গুতায়। :-/ আবাল ছাবালরা যা পায় তা-ই গিলে আর লাইক শেয়ারের বন্যা বইয়ে দেয়।

2 Google.com
নিঃসন্দেহে এইডা কামের জায়গা। কিন্তু বাঙালিরা এইডারেও অকামে যে ইউজ করে না সেই ব্যপারে গ্যারান্টি দেওনের লোক সারা দেশে একটাও পাইবেন না সেই গ্যারান্টি দিতে পারি আমি। আগায়া আহেন লুল চ্যালেঞ্জে। :-B 

3 Google.com.bd
ঘটনা তো উপ্রেরটার লাহানই। মাগার এইডা ছম্ভবত ব্যবহার কোরে এক্কেরে নেটে অনভিজ্ঞরাই। অবশ্য অনেকেই আছে এইডা ব্যবহার কোরে আলসেমির দরুনও।

4 Youtube.com
গ্যারান্টি দিয়া কই দিতারি এইডারে নিয়া বেশিরভাগ বাঙালিই উল্টাপাল্টা কামে ব্যবহার কোরে। আপনে খালি 'চ' লিইখ্যা দেখেন আন্নেরে কি সাজেস্ট কোরে। মাগার আম্রে গালি দিলে কিন্তু চইলতো নো। ;) 

5 Prothom-alo.com
মোটামুটি ভদ্দরলোকেরাই মতিকাকার পিছনে দৌড়ায়। হ্যারাও যে নিউজ করে তা সুখপাঠ্যই। যদ্দুর পারে একটা শৈল্পিক ছাপ রাখেই। তয় মাঝে মইধ্যে কিছু ...... B-)) 

6 Yahoo.com
সেই আমল থিইক্কা যারা নেট চালায় তারাতো ইয়াহু ছাড়া চইলতারে না। নেটের ২০০৭-৮ পরে যে গুগল ঠেলা দিলো সেই ঠ্যালায় আমাগোর ইয়াহু আর উঠথারে না। |-) 

7 Blogspot.com
এইডা নিয়া ভালা কিছুও আছে খ্রাপ অনেক কিসুও আছে। নিজেই তো জাইন্যা হালাইসেন আমি আর কি কমু। আমার নিজেরও তো একাউন্ট আছে। বুলুগও আছে।

8 Bdnews24.com
অনেকে কও বিড়িনিউজ। আম্রা কই বিডিনিউজ। তয় এইখানে কেউ কেউ মুনে হুয় বিড়ি টাইন্যা টাইন্যা নিউজ লিখে, ইরলাই..... ;)

9 Wikipedia.org
এইডা নিয়া আমি নিঃসন্দেহ ৯৯% ভালা কামেই চালায়। পোলাপানরা যে মানুষও হইতাছে এইডার ব্যাফুক পিরমান এইডা। হেঃ হেঃ

10 Banglanews24.com
এইডারে নিয়া নতুন আর কি কমু। এইডাও মাগার একটা জিনিস। দেশের মাইনশে ইডা দিয়া দেশের খবরা খবর লয়।

11*videos com
কিছু কইতে খ্রাপ লাগে। তাই বেশি কিছু কমু না। বাঙালি তুই মানুষ হইতারলি না :| 

12 Alibaba.com
এইডা সেই বাগদাদের আলিবাবার গপ্পো না। এইডা হইলো চীনের আলিবাবা। ফাটাফাটি একখান জায়গা। শপিংয়ের সাইটে বাঙালী কি করে ঠিক বুঝতারলাম না। এইডা নিয়া মুনে কয় অ্যাফিলিয়েট ধান্ধাবাজি কোরে।

13 Twitter.com
এইডার মর্ম বাঙালি কি কোরে বুইঝলো আমি বুঝতারছি না। এইডা তো সেলেবদের জায়গা। মুনে কয় সেলেবদের গণহারে পাম পট্টি দেয়।

14 Ask.com
আহামরি সার্চ এঞ্জিন যে ঠিক তা না। আমি তো এইডারে দেখলেই ভ্রু কোঁচকাই। এইডা ফোর্স কইরা জায়গা নেয় মাগার বাঙালি এইডা ছুডাইতারে না। আর র‌্যাংকিং উপ্রে উডে।

15 ads.net
ধান্ধা। আর ধান্ধা। সমিস্যা রে ভাই।

16 Espncricinfo.com
খালি আইজ কাইল না। বেশ আগ থিইক্যাই বাঙালি ক্রিকেট নিয়া ফাল পারে। !:#P 

17 Banglamail24.com
মোটামুটি কামেরই সাইট। এইখানে বাঙালি নিউজ দিয়া নেট চালায়।

18 Bikroy.com
এইডার মর্ম আপনেরাও জানেন। কিছু কইবার থাকলে কমেন্টে কইয়া ফালান।

19 Bdjobs.com
বাঙালি চাকরির ধান্ধায় এইখানে চক্কর মারে।

20 Linkedin.com
লিংকডিনের মর্ম বাঙালি বুঝলো না। এতো পরে......।? B:-/ 

21 Wordpress.com
ছেলেপুলেরা এইখানে ডব্লিপু সাইট খুলে। মাগার ৯০%ই ফাউ। /:) 

22 Trackingclick.net
ধান্ধাবাজির নেইকো শ্যাষ। :|

23 Amazon.com
আমাজনের জঙল না, শপিং। কিন্তু বাঙালি এইডা নিয়াও ধান্ধা ফাঁদে যদিও বাংলাদেশে এইডা চলে না। ;)

24 Kalerkantho.com
আংশিক নয় পুরো সত্য (!) :-* 

25 Jagonews24.com
নিউজ পইড়া জাগে বাঙালিরা..... :#) 


বিঃ দ্রঃ এইডা নিতান্তই ফানমূলক পোস্ট। সামু হিটার ইফতেখার ভাই ব্যাফুক আগে এইরাম পোস্ট দিসিলেন। আমি নতুন ভার্সনটা দিয়া দিলাম। ঘটনার সাথে বাস্তবতার মিল খুঁজলে সেটা মুদ্রাদোষ বলিয়া বিবেচিত হইবে। আর ইরাম পোস্টে গুরুচন্ডালী থেকে শুরু করে অগাচন্ডালি(আঞ্চলিক মিশ্রণ) হই গেলে কিসসু করার নাই। ;)
তথ্যসুত্রঃ
এই ২৫ র‌্যাংকিং এলেক্সা থেকে নেয়া।
Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন