আসুন আজ টর ব্রাউজার ইন্সটল করা ও ব্যবহার শিখে নিই। :)
(১ম স্টেপ) ডাউনলোডঃ
চলে যান https://www.torproject.org/download/download-easy.html.en এই এড্রেসে এবং বাইনারি রিলিজ ডাউনলোড করে ফেলেন।
(২য় স্টেপ) ইন্সটলঃ
torbrowser-install-5.5.5_en-US.exe ফাইলে ডাবল ক্লিক করে ইন্সটলার রান করান। আপনার ক্ষেত্রে ভার্সন আলাদা হতে পারে। এটা ব্যাপার না।
এরপর ইন্সটল বাটনে ক্লিক করে নিন। বাকি কাজ ইন্সটলার নিজেই করবে। :)
ফিনিশ বাটনে ক্লিক করার আগে দুটি চেকবক্স টিক দেওয়া থাকবে। এগুলো বদলানোর দরকার নাই। ইন্সটল হলে নিচের আইকনটি পাবেন ডেস্কটপে। এটা ডাবল ক্লিক করে নিচের উইন্ডোটি পাবেন।
এখানে আপনি কেবল কানেক্ট বাটনে ক্লিক করলেই কেল্লা ফতে!! এনজয় করুন!!!!!!!! যেকোনও ঝামেলা হলে নিচের কমেন্ট বক্সে লিখুন।
0 টি তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন