ল্যাপটপ/ডেস্কটপে টর ব্রাউজার কিভাবে ব্যবহার করবেন?

অনেক সময়েই ওয়েবসাইট ব্লক হয়ে যায় সরকারী নির্দেশে অথবা নেটওয়ার্ক থেকে। অথচ আপনি পারছেন না ঐ সাইটে ঢুকতে। তবে টর ব্রাউজার দিয়ে সহজেই ঢুকা যায় দুনিয়ার যেকোনও ওয়েবসাইটে।
আসুন আজ টর ব্রাউজার ইন্সটল করা ও ব্যবহার শিখে নিই। :)

(১ম স্টেপ) ডাউনলোডঃ
চলে যান https://www.torproject.org/download/download-easy.html.en এই এড্রেসে এবং বাইনারি রিলিজ ডাউনলোড করে ফেলেন।


(২য় স্টেপ) ইন্সটলঃ

torbrowser-install-5.5.5_en-US.exe ফাইলে ডাবল ক্লিক করে ইন্সটলার রান করান।  আপনার ক্ষেত্রে ভার্সন আলাদা হতে পারে। এটা ব্যাপার না।


 ফাইল ইনস্টল লোকেশন!! এটা সাধারণত ডেস্কটপেই ইন্সটল হতে চায়। আমি এক্ষেত্রে রিকমেন্ড করব আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস লোকেশনটি রাখার জন্য। লোকেশন চেঞ্জ করতে হলে ব্রাউজ করুন এবং “OK”  বাটন চাপুন।

এরপর ইন্সটল বাটনে ক্লিক করে নিন। বাকি কাজ ইন্সটলার নিজেই করবে। :) 


ফিনিশ বাটনে ক্লিক করার আগে দুটি চেকবক্স টিক দেওয়া থাকবে। এগুলো বদলানোর দরকার নাই। ইন্সটল হলে নিচের আইকনটি পাবেন ডেস্কটপে। এটা ডাবল ক্লিক করে নিচের উইন্ডোটি পাবেন।


এখানে আপনি কেবল কানেক্ট বাটনে ক্লিক করলেই কেল্লা ফতে!! এনজয় করুন!!!!!!!! যেকোনও ঝামেলা হলে নিচের কমেন্ট বক্সে লিখুন।
Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন