লুলীয় জৌতিষা পোস্টঃ আপনার আঙুলের উচ্চতার সাথে আপনার ব্যক্তিত্ব ও গুণাবলী জড়িত থাকতে পারে

আপনি জানেন কী? আপনার পার্সোনালিটির সাথে আপনার আঙুলের সম্পর্ক আছে? যদি না জেনে থাকেন তাহলে আসেন, আজ একটু ঝালাই করে নিই জ্যোতিষবিদ্যার এ-ই-খ-গ। ;) ;)
প্রথমেই মনে করায় দিই, আপনি এখানে নেগেটিভ দিকের বিশ্লেষণ/উল্লেখন কম পাচ্ছেন। ;)



উপরের ছবিটির দিকে সুক্ষ্য নজরে তাকান। ভ্রু কুঁচকে যাবার কথা ভালভাবে দেখলে। আপনার তর্জনী ও অনামিকা'র দিকে খেয়াল রাখুন।



ফ্যাক্ট-A
অনামিকা'র উচ্চতা তর্জনী অপেক্ষা অধিক।



ফ্যাক্ট-B
অনামিকা উচ্চতা তর্জনী অপেক্ষা কম।



ফ্যাক্ট-C
অনামিকা'র ও তর্জনী উভয়ই সমান সমান।



➀ থিওরী(আপনি পুরুষ প্রজাতির অন্তর্ভুক্ত এবং ফ্যাক্ট-A)
পুরুষত্ব গুণটি ভালই থাকার কথা। আপনি উদ্যমী, সাহসী/অ্যাগ্রেসিভ হতে পারেন। গার্লফ্রেন্ডের সাথে থাকলে সাধারণত আপনি বিলটা দিতে উদ্যোগি হন। ফুল-টুল, চকলেট-বকলেট কিনে খাওয়াতে পছন্দ করেন। রোমান্টিকতার চান্স পেলে ছাড়েন না। :-P
আপনার সেন্স অব হিউমা ভাল হওয়ার কথা। ভাল না হইলে আপনে অভাগা। :-B 

➁ থিওরী(আপনি মহিলা প্রজাতির অন্তর্ভুক্ত এবং ফ্যাক্ট-A)
আপনিও উদ্যমী, সাহসী/অ্যাগ্রেসিভ হতে পারেন। ঝাল-টাল আছে মোটামুটি বেশিই। 
নারীত্ব গুণাবলী ভালই বিদ্যমান। ছেলেদের সাথে কথা বলতে ভাল লাগে। রোমান্টিকতার চান্স পেলে কপটতা করেন। বফ সাথে থাকলে সাধারণত আপনিও বিল দিতে চান, তবে বেশিরভাগই ফেল মারেন। ;) বয়ফ্রেন্ডের সাথে স্বাচ্ছন্দ্যে থাকতে চান। আয়েশ করে জড়িয়ে ধরতে চান। :-P 
পারফিউম/জুয়েলারি'র দিকে ব্যাপক আকর্ষন আছে তবে প্রকাশ করেন না। ;) ;)
আপনার বিচক্ষণতা আছে তবে হগগলে জানে নাহঃ ;) ;)

➂ থিওরী(ফ্যাক্ট-B)
আপনে তো নেতা মানুষ। নেত্রী হইলেও হইতে পারেন। তবে ঘরসংসারে/কমিউনিটি/ফ্রেন্ডশীপ লেভেলে অনেকেই আপনার কাছ থেকে সমাধান আশা করে। আপনার নেতৃত্ব/মত বেশিরভাগই পছন্দ করে। আপনার বাচনভঙ্গি ভাল। চালায়া যান।
আপনে পেশাগতভাবে রাজনীতিতে, শিক্ষকতায়, লেখালেখির মতো জায়গায় হওয়ার কথা।
হিপোক্রেসি বলে একটা ব্যাপার থাকার সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের মানুষের সাথে মিশতে পারেন আপনি।
এই শ্রেণির মেয়েরা বফ বদলায় কম। আর রোমান্টিকতা বিচিত্র। কিপটেমি একটু আধটু আছে। খাল কেটে কুমির আনার ব্যাপারে সজাগ দৃষ্টি থাকে।

➃ থিওরী(ফ্যাক্ট-C)
বন্ধুবান্ধব/ঘনিষ্টজনের সাথে আপনার সম্পর্ক অনেক ভাল। তাদের গোপন কথা আপনাকে বলতে পারে। অনেক মানুষের দুঃখে আপনি সহায় হওয়ার কথা। ম্যানেজম্যান্টে আপনি সুচতুর ও ভাল। আল্টিমেটলি আপনে ঠান্ডা মাথার মানুষ। বেশিরভাগ সময়ই লুইচ্চামিতে ধরা পরেন না।
ভেতরে ভেতরে উল্টাপাল্টা চিন্তা থাকলেও বাইরে থেকে বোঝার উপায় না আপনারা(ছেলে মেয়ে উভয়ই) ছ্যাকামাইসিনে আক্রান্ত হন অধিক সংখ্যায়। আবার এইটাও সামলে উঠতে পারেন অধিকতর দক্ষতায়। :)
তবে আশার কথা হলো, আপনি তা নন। ;) ;)
তবে আপনি সুক্ষ বুদ্ধিমত্তা রাখতে চান অথচ বাস্তবে মাঝে মধ্যেই পারেন না এবং ধরা খান। আরো সচেতন ও বিজ্ঞানমুখী হলে এগুলো থেকে বাঁচতে পারবেন। :)
Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন