অবশেষে আমি বুঝিতে পারিলাম ভ্রাতা,
কবি নই আমি, নই কোন শিল্পী।
যন্ত্রঘরে বদ্ধ আমি, দিবস-রাত্রি যামী।
এক ডালি শব্দ, এক জোছনা পুর্ণিমা,
ছলাৎ ছলাৎ অাঁধখানি চাঁদ, যেন খলখল হাসাহাসি,
হে অকবি, তুমি থেমো না।
কবি হতে কবিতা লিখতে হয় না,
কিন্তু, আমি তো কবি হতে চাইনে, তবে?
নাম ফাটানোর জন্য?
দুর ছাই! কে বলেছে এসব?
থই থই করা ভাবগুলোর বিন্যাস
এই ধরো, এক বুক কান্নার নির্যাস,
কিংবা ড্যাম থেকে উপচে পড়া আনন্দের উচ্ছাস,
অথবা অবসরের সময় বিতরণের একটা আশ্বাস,
নতুবা অন্য কিছু।
কবি নই আমি, নই কোন শিল্পী।
যন্ত্রঘরে বদ্ধ আমি, দিবস-রাত্রি যামী।
এক ডালি শব্দ, এক জোছনা পুর্ণিমা,
ছলাৎ ছলাৎ অাঁধখানি চাঁদ, যেন খলখল হাসাহাসি,
হে অকবি, তুমি থেমো না।
কবি হতে কবিতা লিখতে হয় না,
কিন্তু, আমি তো কবি হতে চাইনে, তবে?
নাম ফাটানোর জন্য?
দুর ছাই! কে বলেছে এসব?
থই থই করা ভাবগুলোর বিন্যাস
এই ধরো, এক বুক কান্নার নির্যাস,
কিংবা ড্যাম থেকে উপচে পড়া আনন্দের উচ্ছাস,
অথবা অবসরের সময় বিতরণের একটা আশ্বাস,
নতুবা অন্য কিছু।
ছবিঃঅ্যানটনি শ্যাক্সটন
0 টি তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন