রঙিন বুদবুদ

হৃৎপিন্ডের দিকে হাত বাড়িয়ে অনায়েসে পাম্প মেশিনটা বের করে ফেললাম।
রক্তের অনুগুলিকে মুক্তি দিয়ে দিলাম।
দরদর স্রোতে রক্তকণিকাগুলি ছুটছে
মুক্তির আনন্দে দিশেহারা

দেহ পিঞ্জরে বন্দী থেকে তারা হাঁপিয়ে ওঠেছে।
যাও, দিলাম ছুটি। পালাও।
মেঝেতে ছোপ ছোপ রক্ত
পৃষ্টটানের দরুণ ছড়িয়ে যেতে পারছে না।

অপবিত্র হচ্ছে মেঝে,
আশচর্য!!
আমি এখনো মরে যাইনি!!
আমি এখনো দিব্যি চোখ দিয়ে দেখছি।
কান দিয়ে শুনছি বিবসনা ঠাকুরের উলুধ্বনি।
ভুবন পাগলার হাহাকার ও ঘুঘুময় চিৎকার, অট্টহাসি ও গগনবিদারনী আওয়াজ
মিকাঈলের কান্নার সুরে মেঘ গর্জন ও বারিপতনের প্রারম্ভের টুপুর টুপুর শব্দ
আকাশ আঁধারে ছেয়ে গেছে, আজরাঈলের ধ্বনি আকাশে
চিন্তার স্বচ্ছ ড্রপারগুলো রঙিন হয়ে বুদবুদ তুলছে।


Pic:Yī miàn

Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন