আসবি? ভালবাসবি?

তুই কি আসবি বল,
আমার এ অবিন্যস্ত রেখাগুলোয়, এসে;
চলার পথে, জামরুলের ছায়ায় বসে;
চোখের মণিগুলোর সম্মোহনে
আসবি?

নাক ধরে টানাটানি, কিউটময় স্কিনে
খুঁজবি কি আমায় সিনপ্লেক্সের সিনে,
চোখের পাশে পেলব ছোঁয়া,
কাড়বি কি আমার হিয়া?
নিবি?

মুখে মুখে খুনসুটি,
গালে গালে, ঠোঁটে ঠোঁটে চুমচুটি।
পার্কের বেঞ্চে বসে লাথালাথি,
বাদামের ঠোঙা হাতে হাতাহাতি।
করবি?

কতবার, তোকে খুঁজতে হয়েছি বন্য।
হৃদয়ের অসীম জমিন খাঁ খাঁ শুন্য,
নীল সীমানায় যাব হারিয়ে,
প্রাণের উচ্ছলে দেব ভরিয়ে।
মাতবি?

উতলা বৃষ্টিতে ভিজবি আমার সাথে?
রাখবি? তোর হাত আমার হাতে?
চল, করি যুগপৎ প্রেমের আরতি,
তৃপ্ত হবে প্রাণের কত যে অজানা আকুতি।
স্নাত পোষাকে, সিক্ত হেঁটে, চুপসে বানাব অংকুর;
ভেজা গাছের নিচে মৃন্ময় হয়ে জীবন্ত ভাস্কর,
তুই কি আসবি?
ভালবাসবি?




Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।

1 টি তব্য: