কোরান দিছে আল্লায়, সহজ করে,
বেদ লিখে দিছে মনুরে,
বাইবেল তালমূদ পাঠাইছে সভ্য করে,
তাই নিয়া তারা করছে খেলা,
ধীরে ধীরে জমাইছে মূলে অবহেলা,
সব শালারা জোচ্চোর!! সব শালা।
ঝাঁড়ফুঁকে আর তন্ত্রমন্ত্রে নিয়েছে দিক্ষা,
পানিপড়া আর কবজে দিয়ে নিচ্ছে খালি ভিক্ষা,
শালারা সুর আর বৈকরণে নিচ্ছে ভার্স নিরিক্ষা,
সরলকে জটিল করে বানাচ্ছে সব অশিক্ষা,
চোখের মণি ত্যাড়া কেন? তার রাখে কোন ব্যাখ্যা?
সব শালারা জোচ্চোর!! সব।
দুই নলে কালি ভরিয়া ভরছে সারা রাজ্য
সেই কালি নিচ্ছে শুষে আম জনতা আজো।
শালারা ভাজছে সন্দেশ, ভাজতে থাকো, ভাজো!
গিলছে তো, সমস্যা নাই, থাক ওগুলো উহ্য।
বাঁচতে তো হবেই, মুক্তরা করুক সব সহ্য।
ওগুলো ছাড়লেই তো হয়, চুকে যাক বাহ্য।
সব শালারা আজ জোচ্চুর!! অহঃ অসহ্য!
নবদুনিয়ার অবগাহনে তরুণেরা মরছে কোপে কোপে,
বধির উজির মত্ত আজ বলিউডের নর্তকীর রুপে,
যষ্টিওলারা দেখছে তীর টিকছে ঠিকই ধোপে;
মুদ্রাওলারা ফেলছে মুদ্রা, আড়ালে ও চুপে চুপে।
সৃষ্টিসুখে হাসছে প্রাণেরা, ভাসছে আকাশে নয়া নয়া তারা,
সব শালারা আজ জোচ্চুর!! সব শালারা।
0 টি তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন