জানপাখিটা (লিরিক্স)



জানপাখিটা!
তুই উড়ে উড়ে
পাতালপূরে খুঁড়ে খুঁড়ে
মম চিত্ত ফুঁড়ে ফুঁড়ে,
কই যাসরে-
মনপাখিরে-
তুই, যাবি কই বল, আমায় ছেড়ে
দিতে পারি তোরে, এই বুকটা চিরে।

তোর উচ্ছল প্রাণটার উত্থাল পাতাল নিঃশ্বাসে,
তোর ফ্রেঞ্চ পারফিউমের উন্মাতাল প্রঃশ্বাসে,
তোর নেইল পালিশের ক্যামিকেলে আক্রান্ত বাতাসে,
তোর কংকন ভাঙার দুর্ঘটনা ও একটি অলিখিত ইতিহাসে,
ভুলে যাসনে প্লিজ, ওগুলো-- বন্দি করে রাখিস টিনের বাক্সে।

প্লিজ! কারো সামনে, তুই হাসিস না আর-
তোর চিরল হাসি টা যে কেবলি আমার,
সব কিছুই তো কেড়ে নিয়েছিস, বাকি নাই কিছুই আর
পাগল করিস না মোরে, ওড়িয়ে তোর কার্লি কেশের বাহার।

আয় তবে বিয়েবাড়ি, হাতে হাত ধরাধরি,
বেঁধেই ফেলি প্রীতিডোর, দূরে রেখে বাড়াবাড়ি,
অভিমান দূরে থাক, থাক দূরে আড়াআড়ি।

বুকের পাঁজরের খোপে রাখিস আমায়;
মিলন হবে, উষ্ণ প্রবাহের মোহনায়।
জানপাখিটা তুই আয়, ভালবাসি দুজনায়,
বেঁধে রাখি চিরকালের তরে, তোর মায়ায়।
Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন