চার-টি পরমানু গল্প

১। হুডি
রহমত আলী'র ছেলেটি হাইস্কুলের এবারের জেএসসি পরিক্ষায় জিপিএ পাঁচ পেয়েছে। ডাকপিয়ন বাবা এখন কথা অনুসারে তাকে শীতের হুডি দেয়ার কথা। ছেলে কিছু বলছে না। বাবাও ভুলে যাবার ভান করে কেমন যেন দুরে দুরে থাকছেন।

২। জামি
সে সুন্দরী মেয়েদের প্রোফাইল দেখে লাইক দেয় না। কমেন্ট করে না। শেয়ারও করে না। মেসেজও দেয় না। অ্যাড রিকুেয়েস্টও দেয় না। জামি ভাল ছেলে। তোমরা জামি'র মতো হও।

৩। ষোঁড়শী
সিএনজি থেকে হিজাব পরা ষোঁড়শীটি একগাল হেসে পা বাড়িয়ে আমার দিকে আসতে থাকলে আমি অবাক হলাম। আমাকে জিজ্ঞেস করলো-
ভাইয়া, সোহানদের বাসাটা যেন কোনদিকে?
সোহান আমি নিজেই। এখন কি উত্তর দেব বের করতে পারলাম না।

৪। চা বিক্রেতা
শাকিল একজন চা বিক্রেতা। প্রায়ই মোতালেব হাউসের ভাড়াটে বদরাগী মহিলা শাকিলের চায়ের দোকানে চলে আসেন। শাকিল ভয় পায়। এই মহিলা দোকানে বসে চা খান, গল্প করেন, আড্ডা দেন। উনার কোন লোকলজ্জার ভয় নাই।
একদিন ঐ মহিলা শাকিলের কাছ থেকে ১টা বেনসনও চেয়ে বসলেন। দিয়াশলাই দিয়ে পাক্কা বিড়িখোঁড়ের মতো বেনসনে টান দিয়ে বললেন "নারী ও পুরুষ ভেদাভেদ নাই। সবাই মানুষ।"



Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন