কি করে বলি,
সাহসের মানে ভুলে গেছি?
হেরে গেছি আজ? আমি কি হেরে গেছি?
এদিকে,
দিন যায় রাত আসে, প্রতি রাতে তারা ভাসে,
অন্ধকার আকাশে, বসা অবচেতন, সহাসে।
নাহ, ট্রয় নয়, হেলেন নয়, তুমি তো ক্লিও-ও নও
তবে বল, ভাব ধরে কেন এত উঁচুতে অধিষ্টান হও?
প্রেম নয়, উষ্ণতা নয়, নয় অযাচিত আনন্দ।
আকাশের সমান উঁচু ভালবাসায় হয়ে আছি যে অন্ধ।
আজ একি? গোলাপ ফুলে রক্তকরবীর ডানা।
এটাই কি? এটাই কি তবে? কাছে থেকেও দুরে থাকার যন্ত্রণা?
হাহাকারের দুনিয়ায় মরি আমি এ সাঁঝে।
বিভ্রম কেবল বিভ্রম দেখি আকাশের ভাঁজে ভাঁজে।
আমার কি হলো আজ?
0 টি তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন