অণুকাব্য- একটি স্মরণীয় মুহুর্ত

একটি একটি স্বপ্ন, নীল দুটি চোখের মণি,
একটি একটি বাহানা, ছুঁতে একটি ওড়না কিংবা কাছে যাওয়ার তাড়না।

হাওয়ায় হাওয়ায় উড়ন্ত খোলা কেশ, ছোট্ট টিয়ে, ময়না কিংবা অন্য কোনও পাখি,
অদ্রির শিখরে উড়তে থাকা কবোত কবোত, একাকার দুটি আঁখি।
নীলাভ বন, নীল শাড়ি, সাদা সাদা মেঘ, নীল নীল আকাশ
কালো টি-শার্ট, নীল জীন্সের প্যান্ট, কালো সানগ্লাস।

কলকল ঝর্ণা, সবুজের বুক চিরে যাওয়া একটি ছড়া,
অফিস অফিসে থাকবে, চলো আজ হই বাঁধনহারা।
তোমার হাতে আমার হাত, থাকুক বা না থাকুক এর কোন অর্থ।
চোখ বন্ধ করে বাতাসের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্মরণীয় মুহুর্ত


Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন