আরে কান তো ঠিকই আছে !!



দিগ্বিদিক ছাড়িয়া বাঙালি জাতির লোকদিগের নিকট খবর চাউর হইয়া গেল আন্তর্জাতিক বৈশ্যা ঢাকায় আসিতেছে । চাহিয়া দেখিলাম আমার অনেক সতীর্থ ব্লগারগণও আক্ষেপ করিতেছেন গেল গেল সব গেল । দেশ গেল ধর্ম গেল জাত গেল । টাকা গেল কোটি কোটি টাকা গেল গেল । ছিনাল রমণি তাহার যৌবন দেখাইয়া দেশের পুলাপানগুলারে মোহে রাখিয়া দেশের সম্পদ বুঝি নিয়াই গেল ।

ফেচবুকে কি আর এই বিশালকীয় সংবাদ এক দুইখানি বলদের নিকট আঁটকিয়ে থাকিবে ? বাঙালি বলিয়া কথা । মাথা কাটাকাটি করিয়া একে একে সকলে জানিল বৈশ্যা রমণীর কথা ।

আহা !! আম জনতাও কি কম যান । তাহাদিগের কেহ কেহ খুশি হইয়া নিজ নিজ জননেন্দ্রিয়ে একটু আধটু হাত বোলাইয়া কল্পনা করিতে থাকিলেন অসাধারণ এক মঞ্চে চলিতেছে সেই আকাঙ্খিত নৃত্য (?) আহা ! আহা ।

হেপাজতি হুজুরেরা যেটা করিবার সেটাই করিলেন । তাহাদের রক্ত হস্থে আনিয়া এই ফেলিলেন বলে । গ্রামে গঞ্জে বিনে পয়সায় পসার হইতে থাকিল বৈশ্যার । স্কুল কলেজের কচি পোলাপনেরা নোতন শুনা নামটি নিয়া নেটে ঘাটিয়া অত্যধিক পুলক পাইল । যদিওবা তাহাদের ক্লাস বইয়ে লিখিয়া দেওয়াই আছে এই কামটা কি উপায়ে সারিতে হয় । তাহাদের কচিমনে যে ব্যপক ধ্বনাত্ক (?) আধুনিক পরিবর্তন সাধিত হইতে চলিছে দেখিয়া কতিপয় সুশীল তৃপ্তির ঢেকুর তুলিতে লাগিলেন । যাহারা বাচ্চাদের যৌন শিক্ষা দিবার লাগিয়া উঠিয়া পড়িয়া লাগিয়াছিলেন তাহারাও নিজ নিজ নিতম্ব থাপড়াইলেন আর বলিলেন যাকঃ বাঙালির শিক্ষা হইপে ।

এইদিকে ইন্টারনেটেরই এক অকালপক্ষ সাংবাদিক নিজ উদ্যোগে ঐ বৈশ্যার এজেন্সির সহিত কথা বলিয়া সব তাসের রাজ্যে ভুমিকম্প ছুটাইয়া দিলেন । বৈশ্যার আর যত দালাল আছে সকলি তাহারে জানাইল `না মামা । আমরা কিছুই কহিতে পারিব না` 

তিনি এইসব জানিয়া যাহারা খবর কহিয়াছিল তাহাদের শুধাইলেন
- `জলসাটা কে আনিবে আন্ডিয়া থাকিয়া`
তাহারা গর্ধভের ন্যায় মস্তকগুলি নাড়িয়া কহিল `জানিনে বাপু` 
- `কে টিকিট বানাইবে`।
তাহারা মষ্তক নাড়িয়া কহিল `জানিনে বাপু` 
- `তাহা হইলে কও দেখি কে মজলিস ফলাইবে ?`
তাহারা পুনরায় স্ব স্ব মষ্তক নাড়িয়া কহিল `জানিনে বাপু ।`

এরপরে সকল ম্যাঙো পাবলিক নিজ নিজ কর্ণগাত্রে স্ব স্ব হস্ত দিয়া বিস্ময় প্রকাশ করিলেন । একি !! আরে কান তো ঠিকই আছে !!

http://www.somewhereinblog.net/blog/gameChanger/30065031
Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন