এত্থেকে আমরা কি বুঝিতে পারিলাম

মাথায় ছিঁট আছে বলিয়া মমিন মিয়ার সহিত কেউ চলিতে চায় না । সে নিজেই চলিয়া আসে । আদালতের পাশ দিয়া একখানা পত্রিকা হস্তে লইয়া ধেই ধেই করিয়া নাচয়া নাচিয়া যাইবার কালে আমি পথ আটকাইলাম ।



- হেই কি হইয়াছে ?
- মজারু । একখানা মজার কৌতুক পাইয়াছি । পইড়বেন ?
(আমি হতাশ হইয়া বলিলাম)
- না । আমার এতো টাইম নাই ।
সে চক্ষুদ্বয় বড় বড় করিয়া কহিল
- তাইলে কোনো কথা চইলত না । শালার বেটারা তোগোরে খাইছি ।
এই কথা শুনিয়া ভাবিলাম আবালটা নিঃশ্চয়ই কোনো ভয়ংকর কোনকিছু পড়িয়া এইরুপ আচরণ করিতেছে । তাহার হস্ত হইতে ছিনাইয়া লইয়া দেখিলাম লিখা আছে -

"নূতন বেতন কাঠামোয় সর্বোচ্চ স্কেলের মূল বেতন ৭৮ হাজার টাকা প্রস্তাব হইলেও মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ক্ষেত্রে ইহা ৮২ হাজার টাকা হবে। ///// আগামী বৎসর বেতন-ভাতা খাতে অতিরিক্ত লাগিবে ২৩ হাজার ৮২৮ কোটি ৫৭ লাখ টাকা। "

তাহাকে শুধাইলাম । - কই এইখানে তো খবর ।
- কি ?
- এইতো খবর । বেতনের খবর ।
- মিয়া । এইডা বেতনের খবর না কৌতুক ?
- কৌতুক ? (আমি ভুরুদ্বয় কুঁচকাইলাম)
(সে এমন ভাব করিল যেন রাজ্যের সমূহ জ্ঞানভান্ডার তাহার নখদর্পণে পড়িয়া রহিয়াছে ।)
- হে হে হে । আরে মিয়া সংবিধান হইলো সবচে বড় কৌতুক । বড়ই নির্মম আর নিখাঁদ কৌতুক । এই খবর তারই ছিটেফোঁটা ।
- কস কি মমিন ?
- হোঁ । আর কি কমু । ব্যাটা সুষম বন্টন করিবে বলিয়া মানুষের নিকট হইতে পইসা ছিনতাই করিয়া বাজেট কর আর খাও । ঐ ব্যাটারাও হাত খুলিয়া দেয় । হে হে হে ।
তাহার সাথে তর্কে জড়াইয়া লাভ নাই তথাপি কহিলাম । - তো কি হইয়াছে, তোমারও কি বেতন বাড়িয়াছে ?
- আজ্ঞে না । কৌতুক বাড়িয়াছে 
- কও দেখি । ঘটনা কি ?
- না আপনে তো আইনের লোক । কইলে গায়ে লাগপো ।
(তাহারে অভয় দিলাম । তাহার কোনো ক্ষতি হইবো না । তাই সে বলিতে শুরু করিল)

- দেখ বাপু । হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট, বড়, কাল, বোবা, কানা, ফকির সকলেই আইনের চোক্ষে সমান । তাহা হইলে সরকারী কর্মচারিবৃন্দ সকলে সমান থাকিবার কথা । অন্তত আকাশে পাতালে ব্যবধান থাকিবার কথা না । কিনতু চাহিয়া দেখ বড়টার দাম হাকা হইয়াছে ৮৬,০০০ টাকা আর সবচে ছোটটার দাম হাঁকা হইয়াছে ৮০০০ টাকা ।

- তো কি গোল বাঁধিয়াছে ?
- আমি ভাবিতেছি বড় সাবের বোধ হয় ৮ খানা বউ ১৬ খানা বাচ্চা আর ছোট সাবের একখানা বউ ২ টা বাচ্চা । বড় সাবের মুখখানি ১০গুণ বৃহৎ আর ছোট সাবের মুখখানা ১ গুন । এত্থেকে আমরা কি বুঝিতে পারিলাম ??

তাহার চিন্তা শুনিয়া আইনে পড়ালেখা করিবার পরও আমার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল । এই ছিঁটকে কি করিয়া বোঝাই ।
Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন