চরম কিছু ছবিতে প্রকৃত বাস্তবতা (ছবি ব্লগ)

আমার একজন প্রিয় শিল্পী স্টিভের বানানো illustration । মানুষের টাকা পয়সা থাকলে সে কি চায় । যে যেভাবে চায় তিনি সেভাবেই তাঁর নিজস্ব সৃজনশীল মষ্তিষ্ক ব্যবহার করে তুলে ধরেছেন । দেখুন মানুষের সুখের লক্ষ্য নিয়ে টাকার উদ্দেশ্যে যাত্রা কিভাবে ফাঁদে আটকা পড়ে ।




[ছবিগুলা যত ভালভাবে সময় নিয়ে দেখবেন তত মজা পাবেন ।

এবার দেখেন টাকা থাকলে মানুষ আরো টাকার জন্য কিভাবে চক্করে পড়ে ।




পোলাপানের কি অবস্থা চিন্তা করছেন ?? হুম আজকালকার পোলাপাইন বলে কথা ।



এইবার দেইখ্যা নেন শিক্ষাঙনের অবস্থাটা ।



এদের খালি চাই চাই-ই চাই ।



হায়রে ধান্ধা !!




আর এইরকম দামি সিগারেট চাই না?




বড়লোক বলে কথা । খাইতে খাইতে পান করতে পান করতে মোবাইল/পিচি চালাইতে চালাইতে চালাইতে খেয়ালই নাই যে**


হে হে । এই দ্যাখেন আরেক মিয়ার কান্ড । বেটা টের পাইবি । ইট্টু সবুর কর ব্যাটা ।



টাকাপয়সা মানুষের দরকার কিন্তু এইরকম মানুষের কি অভাব আছে আমাদের সমাজে ?



অথচ লাটসাহেবদের দৌড়ে রেখে চালায় কারা এট্টু দেইখ্যা নিলে মন্দ হয় না ।



ইহাদের কারনেই পৃথিবীতে আমরা চরম বাস্তবতা অবলোকন করি । পুজিঁবাদকে তাই ধিক !!



ভাল লাগলে শেয়ার দেবেন অন্তত আপনার কল্যাণে আরো কিছু মানুষ মজা নেয়ার সাথে জানলে মন্দ কি ।

Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন