ফেচবুকে দেখিলাম কতিপয় বিদেশী মাস্ক, গ্লাভস পড়িয়া ঢাকার রাস্তা ঘাটের ময়লা পরিষ্কার কইত্তাছে । তাহাদের সামনে কেউ লুঙি পড়িয়া খাড়ায়া খাড়ায়া বেকার হাত দুইখানি পিছনদিকে নিয়া দেখতাছে আর ভাব নিতাছে ।
হুজুরও কম যান কি । তিনিও তাহার মোপাইলখানি পকেট হইতে বাহির করিয়া ঘ্যাঁচ ঘ্যাঁছ করিয়া কয়েখানি ছবি তুলিয়া ফালাইলেন । আক্কেল জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম সখ করিয়া ছবি তুলিতে লাগিল এই ভাবিয়া যে, দেখো বাবা আমাদের দেশ পরিস্কার কইত্তে বিদেশ থি লোক আসে । ভদ্দরলোকেরা মিটিমিটি হাস্যে এই বেকুব বিদেশি ও বিদেশিনীর কর্মকান্ডে বিনোদিত হইতে থাকিলেন । বাকি বাঙালিরাও আর বাদ যাবেন কেন ? তারাও মোটামুটি অর্বাচিন মনুষ্যের দ্বারা ঘটিত এই বিশাল বিনোদনে বিনোদিত হইতে বাকি থাকিবেন কেন ?
এইসব দেখিয়া তো আমি গদগদে খুশি হইয়া নিজ পাছা দুখানি`তে দুই দুইটি থাপড়ানি দিয়া ভাবিতে থাকিলাম, ওহোঃ আমরা তো আবার এখন মধ্য আয়ের দেশ । যাক বাবা নুতন মেয়রদের কল্যাণে কতিপয় গরিব বিদেশী ছেলে মেয়ের বোধকরি চাকরি হইল । । নাকি ? বিদেশের লোকেরা অনেকে এখন চাইতেই পারে এই দেশে কাজকর্ম করিয়া টু-পাইস কিছু পয়সাকড়ি কামাইতে
যদিও`বা পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশীরা ওদের রাস্তাঘাট পরিস্কারের কাজ করিয়া থাকে । এবার নাহয় ওরাই আমাদের একটু সাফটাফ করে দিয়ে গেলই । সমস্যা কি ?
কিন্তু পোড়া কোপাল আমার । একখানা ইঁচড়ে পাঁকা ভাগ্নে কইল এই বিদেশী সাদা ছেলেমেয়েরা নাকি এভাবে রাস্তা ঘাট পরিস্কার করিয়া মগ শিখাইতে চাইছে কি করে নিজেদের দেশকে বাস যোগ্য করা যায়।
আমি বাবা ঐসব কথায় কান দেইনি । এইসব জ্ঞানীগুণী কথায় কান দিলে কি চলে বাপু ? আমরা এখন মধ্যম আয়কারী কত লোক কত কিছু বলবে ওসবে কান দিলে কি আমাদের চলবে
http://www.somewhereinblog.net/blog/gameChanger/30064544
হুজুরও কম যান কি । তিনিও তাহার মোপাইলখানি পকেট হইতে বাহির করিয়া ঘ্যাঁচ ঘ্যাঁছ করিয়া কয়েখানি ছবি তুলিয়া ফালাইলেন । আক্কেল জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম সখ করিয়া ছবি তুলিতে লাগিল এই ভাবিয়া যে, দেখো বাবা আমাদের দেশ পরিস্কার কইত্তে বিদেশ থি লোক আসে । ভদ্দরলোকেরা মিটিমিটি হাস্যে এই বেকুব বিদেশি ও বিদেশিনীর কর্মকান্ডে বিনোদিত হইতে থাকিলেন । বাকি বাঙালিরাও আর বাদ যাবেন কেন ? তারাও মোটামুটি অর্বাচিন মনুষ্যের দ্বারা ঘটিত এই বিশাল বিনোদনে বিনোদিত হইতে বাকি থাকিবেন কেন ?
এইসব দেখিয়া তো আমি গদগদে খুশি হইয়া নিজ পাছা দুখানি`তে দুই দুইটি থাপড়ানি দিয়া ভাবিতে থাকিলাম, ওহোঃ আমরা তো আবার এখন মধ্য আয়ের দেশ । যাক বাবা নুতন মেয়রদের কল্যাণে কতিপয় গরিব বিদেশী ছেলে মেয়ের বোধকরি চাকরি হইল । । নাকি ? বিদেশের লোকেরা অনেকে এখন চাইতেই পারে এই দেশে কাজকর্ম করিয়া টু-পাইস কিছু পয়সাকড়ি কামাইতে
যদিও`বা পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশীরা ওদের রাস্তাঘাট পরিস্কারের কাজ করিয়া থাকে । এবার নাহয় ওরাই আমাদের একটু সাফটাফ করে দিয়ে গেলই । সমস্যা কি ?
কিন্তু পোড়া কোপাল আমার । একখানা ইঁচড়ে পাঁকা ভাগ্নে কইল এই বিদেশী সাদা ছেলেমেয়েরা নাকি এভাবে রাস্তা ঘাট পরিস্কার করিয়া মগ শিখাইতে চাইছে কি করে নিজেদের দেশকে বাস যোগ্য করা যায়।
আমি বাবা ঐসব কথায় কান দেইনি । এইসব জ্ঞানীগুণী কথায় কান দিলে কি চলে বাপু ? আমরা এখন মধ্যম আয়কারী কত লোক কত কিছু বলবে ওসবে কান দিলে কি আমাদের চলবে
http://www.somewhereinblog.net/blog/gameChanger/30064544
0 টি তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন