এই না হলে বাঙালি



ঠ্যাঙানি খাইলে অথবা দৌড়ের উপরে থাকলে বাঙালি মানুষই থাকে । আরেকটা উপায় অবশ্য আছে আবেগ । আবেগের ঠেলায় এই জাতি সুর্য ভুপৃষ্টে নামিয়ে ফেলতে পারে যদিও কেউ ভাল কিছু করলেও তার বদনাম করবার লোকের অভাব হয় না এ দেশে ।

সেদিনের এ ঘটনায় যখন সারা দেশে ছি ছি পড়ল তার পরই শুরু হলো পরিস্কার অভিযান । যারা ঐ দিন ফটো তুলছিলেন তাঁরাই এবার নেমে পড়লেন কাজে ।
আসলেই বাঙালি আমরা । আমরা পারি অনেক অসাধ্য সাধন করতে । খালি তাল ঠিক রাখতে পারি না সময়মত এই যাঃ । সুশিক্ষার প্রসারে এই ব্যামোটাও সারিয়ে ফেলবো এই আশায় বসে আছি ।
Share on Google Plus

গেম চেঞ্জার

বাংলাদেশ কে নিয়ে খালি স্বপ্ন দেখি না টুকটাক কাজও করি । মূলত যান্ত্রিকতায় আবদ্ধ এক সত্ত্বা। ছড়া, কাব্য, গল্পে, ছবি, ভ্রমণে, বিশ্লেষণেও নিজেকে খুঁজে ফিরি।
    Blogger Comment
    Facebook Comment

0 টি তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন